কবুতরকে গোসল দিলাম | হাট থেকে কিছু বিলুপ্ত মুরগি কালেকশন করলাম 😩🫰🏻
Автор: Alhamdulillah Agro Farming
Загружено: 2025-12-31
Просмотров: 682
কবুতরকে গোসল দিলাম | হাট থেকে কিছু বিলুপ্ত মুরগি কালেকশন করলাম 😩🫰🏻#দেশিমুরগি #কবুতর
আজকের ভিডিওটা আমার খামার ও পাখি–প্রাণীপ্রেমী ভাই–বোনদের জন্য একটু বিশেষ। এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার দৈনন্দিন খামারের কিছু সুন্দর ও বাস্তব মুহূর্ত শেয়ার করেছি।
ভিডিওর শুরুতেই দেখিয়েছি আমার প্রিয় সিরাজি ও লক্ষা কবুতরগুলোকে গোসল করানোর দৃশ্য। কবুতর নিয়মিত গোসল করলে তাদের শরীর পরিষ্কার থাকে, পালক ঝকঝকে হয় এবং বিভিন্ন রোগ থেকেও অনেকটা সুরক্ষিত থাকে। গোসলের সময় ওদের আনন্দ, উড়াউড়ি আর স্বাভাবিক আচরণ দেখলে মনটাই ভালো হয়ে যায়। 🕊️💦
এরপর ভিডিওতে দিয়েছি আমার সেই মা সহ চারটা দেশি মুরগির বাচ্চার বিস্তারিত আপডেট। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে, সুস্থ আছে। কীভাবে মা মুরগির সাথে বাচ্চাগুলো থাকে, কীভাবে ওরা খাবার খায়, চলাফেরা করে—সবকিছুই বাস্তবভাবে দেখিয়েছি। নতুন যারা দেশি মুরগি পালন করতে চান, তাদের জন্য এই অংশটা অনেক উপকারে আসবে ইনশা-আল্লাহ। 🐔❤️
আজকের ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ অংশ হলো—হাট থেকে কিছু বিলুপ্তপ্রায় দেশি মুরগির কালেকশন। যেসব দেশি জাতের মুরগি একসময় আমাদের গ্রামে-গঞ্জে খুব পরিচিত ছিল, কিন্তু সময়ের সাথে সাথে হারিয়ে যেতে বসেছে। এখন এসব মুরগি খুবই রেয়ার।
এই ভিডিওতে বিশেষভাবে দেখিয়েছি—
👉 সুরমা রঙের দেশি মুরগি, যেটা দেখতে যেমন সুন্দর, তেমনি একসময় খুব পরিচিত ছিল
👉 ঝুঁটিওয়ালা দেশি মুরগি, যেটা এখন অনেক কম দেখা যায়
আমাদের এই দেশি জাতগুলো শুধু মুরগি নয়, এগুলো আমাদের ঐতিহ্য। এগুলো সংরক্ষণ করা, লালন-পালন করা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইনশা-আল্লাহ, সামনে এসব দেশি মুরগির পালন, বৃদ্ধি ও ডিম দেওয়ার আপডেটও নিয়মিত শেয়ার করবো।
এই চ্যানেলে আমি চেষ্টা করি বাস্তব অভিজ্ঞতা থেকে শেখানো, কোনো ভাঁওতা বা বানানো কথা না। কবুতর, দেশি মুরগি, খামার ব্যবস্থাপনা—সবকিছুই সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরি।
ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই
👍 লাইক দিন,
✍️ মন্তব্য করে জানান আপনার মতামত,
🔔 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখুন,
যাতে সামনে আসা নতুন নতুন খামার আপডেট মিস না করেন।
আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, হালাল রিজিক দান করুন। আমিন। 🤲
সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা ও সাপোর্টের জন্য। 🥰
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: