এ মধুরাত শুধু ফুল পাপিয়ার 🎤সন্ধ্যা মুখোপাধ্যায় (with lyrics)
Автор: Tahmina Haque
Загружено: 2025-06-28
Просмотров: 11297
কথা : প্রণব রয়
সুর : রবীন চ্যাটার্জি
🎤সন্ধ্যা মুখোপাধ্যায়
🎬 সাগরিকা (১৯৫৬)
এ মধুরাত শুধু ফুল পাপিয়ার
এ মায়ারাত শুধু তোমার-আমার ।
মায়াবী চাঁদের সনে
চামেলী জাগিছে বনে
ফাগুন খুলিয়া দিলো প্রাণের দুয়ার ।
দু’টি হিয়া চুপি চুপি এলো কাছাকাছি,
প্রেম বলে দু’জনার মাঝে আমি আছি ।
হৃদয়ের এই চাওয়া
নিবিড় করে পাওয়া
এ-জীবনে কোনোদিন নহে ভুলিবার ॥
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: