ওয়ারিশ সার্টিফিকেট বা সাকসেশন সার্টিফিকেট সম্পর্কে বিস্তারিত আলোচনা।Succession certificate.
Автор: Advocate Studio
Загружено: 2020-09-22
Просмотров: 10199
ওয়ারিশ সনদ বা সাকসেশন সার্টিফিকেট খুবই মূল্যবান একটা বিষয়।কোন ব্যক্তি যদি মারা যায় এবং তার ওয়ারিশগণের সর্বপ্রথম যে কাজটি করতে হয় তার মৃত্যুর খবর নোট করা । নোট করার পর পরবর্তীতে তার যে কাজটি করতে হয় সেটা হচ্ছে ওয়ারিশ সার্টিফিকেট বা সাকসেশন সার্টিফিকেট উত্তোলন করা।
ওয়ারিশ সনদ যেখানে পাওয়া যাবে: ওয়ারিশ সনদ সাধারণত ইউনিয়ন অফিসে,উপজেলা কার্যালয় অথবা সিটি কর্পোরেশনের মেয়রের অফিস পাওয়া যাবে।
ওয়ারিশ সনদ পেতে কত টাকা খরচ হয়: সাধারণত ওয়ারিশ সনদ পেতে সরকারি কোন খরচ নাই। তবে কোথাও কোথাও 50,100,500 টাকা পর্যন্ত নিয়ে থাকেন। আপনি না দিলে তাদের কোন চাওয়ার কোনো এখতিয়ার নাই।
আর সাকসেশন সার্টিফিকেট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আদালতের দরখাস্ত করতে হবে। আদালতে সমস্ত ওয়ারিশদের নোটিশের মাধ্যমে হাজির হতে বলা হবে। হাজির হলে আদালত যদি সন্তুষ্ট হন তবে আপনাকে সাকসেশন সার্টিফিকেট ইস্যু করবে।
.....................................
আমার ইউটিউব চ্যানেল: / @advocatestudio
আমার ফেসবুক প্রোফাইল: / sagar7793
আমার ফেসবুক পেজ: / about
Follow me on Instagram: adv_sagar_7793
........................................
১. ওয়ারিশ সনদ, উত্তরাধিকার সনদ এবং সাকসেশন সার্টিফিকেট সম্পর্কে বিস্তারিত আলোচনা: • ওয়ারিশ সনদ বা উত্তরাধিকার সনদ এবং সাকসেশন...
২. এতিমের উত্তরাধিকার: হিন্দু ও মুসলিম আইনে:
• এতিমের উত্তরাধিকার হিন্দু ও মুসলিম আইনে।দা...
.........................................
Md.Sahidul Islam (Sagar)
Advocate
Bangladesh Supreme Court
Room no.2026(Annex)
BSCBA
Email:[email protected]
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: