Prarthona || KaaktaalRaw V05 Ch09
Автор: Kaaktaal
Загружено: 2024-05-21
Просмотров: 41824
৯ বছর হয়ে গেলো সেই রাতের। যে রাত ছিল অনেক অনুনয়, অনেক প্রার্থনার। জীবনের নয়, মৃত্যুর প্রার্থনার।যে প্রার্থনার প্রত্যুত্তর আসেনি, আসেনা।
অনেক বছর,অনেক ঘটনা, অভিজ্ঞতা, শিক্ষা, অনুধাবনের পর মুক্তি এসেছে। নরকের মধ্যে স্বর্গ তৈরি করা যায়- সে শিখেছে। সেই দিন থেকে সামনে তাকালে যত ভয়ঙ্কর ছিল পথ, এখন পিছে ফিরলে সে ভালো ছাড়া খারাপ খুব একটা দেখতে পায় না। হারানোর থেকে প্রাপ্তির পাল্লা যথেষ্ট ভারী। কত মানুষের সম্মান, ভালবাসা, কত গল্প কবিতা, গান, ছবি, স্বাধীনতার মূল্য অনুধাবন, জীবনের প্রতি ভালবাসা, অল্পতে সন্তুষ্টি - এসবের পাশে কিছু সময়ের মূল্য তার কাছে বেশ পিছে পড়ে যায়। হয়ত এসবই নিছক নিজেকে সান্তনা- এগিয়ে যেতেই হবে কারণ … আমি বেঁচে আছি এখনও।
ঘুমের মাঝে জেগে থাকা স্বপ্ন ভেঙে
বাস্তবতা থেকে একটু ভিন্ন পথে
দুঃস্বপ্ন আর দুঃস্বপ্নের মাঝে আরও কিছু স্বপ্নে
আবারও তোমার জন্য দুহাত পেতে দাঁড়িয়ে
বাতাসে ওড়া শত অভিযোগ আর ধুলোর স্পর্শে -
চিন্তার ঝড়ে ডুবে অন্ধ ঘর বন্ধ দরজা
দুর্ভাগ্যের পূর্বাভাসে তালা ঝুলছে ভাঙা হৃদয়ে
বিদ্যুৎ চিৎকারে চোখ কান চেপে ঘুমের প্রার্থনা
আমি ঝড়ের বাতাসে নিজেকে জড়িয়ে ডেকেছি তোমায় চিৎকার করে
তুমি শুনতে পাবে না জেনেও
স্বপ্নের মাঝে বাস্তবতা খুঁজে আশাবাদী আজও
আমি বেঁচে আছি এখনও
হাজার পথের গল্প শেষে একই রাত একই সকাল
প্রলয় ক্ষণে তীব্র জোছনা - উপহাস -যেন দীর্ঘশ্বাস
তবু ইতিহাসের বারণ ভুলে ঝড়ের আগে স্তব্ধতাকে
প্রার্থনার প্রত্যুত্তর ভেবে ছুটে যাই- খুঁজে পাই
আমি ঝড়ের বাতাসে নিজেকে জড়িয়ে ডেকেছি তোমায় চিৎকার করে
তুমি শুনতে পাবে না জেনেও
স্বপ্নের মাঝে বাস্তবতা খুঁজে আশাবাদী আজও
আমি বেঁচে আছি এখনও
Lyric,Tune, Voice, arrangement :Aia Lemonsky
#kaaktaalraw
#kaaktaal
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: