একদিন বাংলাদেশেও ইসলামিক শরিয়া প্রতিষ্ঠিত হবে। Is Islamic Sharia possible in Bangladesh?
Автор: Nabola Ghotona
Загружено: 2025-10-02
Просмотров: 3877
একদিন বাংলাদেশেও ইসলামিক শরিয়া প্রতিষ্ঠিত হবে। Is Islamic Sharia possible in Bangladesh? বাংলাদেশ ৯০ ভাগ মুসলমান বসবাস করলেও এটা কিন্তু ইসলামিক রাষ্ট্র নয়। কারণ এদেশের আইন কানুন থেকে শুরু করে কথাও ইসলামের আইন নেই। অর্থাৎ ইসলাম বা শরিয়ায় একটা আইন রয়েছে সেই আইন বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর কোথাও নেই। বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত হয় তাদের নিজস্ব আইন কানুন সংবিধান দ্বারা। এমনকি গ্রাম পর্যায়ে যেগুলো জায়গাতে অধিক মুসলমান বাস করে সেগুলো জায়গাতে নূন্যতম ইসলামিক আইন লক্ষ্য করা যায় না। বাংলাদেশের শুধু ইসলাম মানা হয় হত্যা যারা খাঁটি মুসলমান তারা নামাজ রোজা করে যাকাত দেয়। তবে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ কোন ইসলামিক আইন মানা হয় না। বাংলাদেশের একদল আলেমগণ হুজুররা বিভিন্ন ওয়াজ মাহফিলে ইসলামিক আইন প্রতিষ্ঠা নিয়ে কথা বললেও তাতে বিন্দু পরিমাণও রাষ্ট্র গঠন ইসলামী আইনে চিন্তাও করে না। তবে বাংলাদেশের ইসলামী আইন প্রতিষ্ঠা না হওয়ার পিছনে বেশিরভাগ মোল্লারায় দায়। তাদের ভুল ধর্মীয় প্রচারণা পাশাপাশি একে অপরকে দোষারোপ করা এবং ভুল ভাবে ধর্মকে উপস্থাপন করার কারণে শিক্ষিত জেনারেশন আধুনিক বাংলা ইংরেজি শিক্ষিত জেনারেশন ধর্মের বিষয়ে ভুল বুঝতে শুরু করেছে। যার কারণে এই সমাজ ব্যবস্থা এত সহজেই ইসলামী শরিয়াসহ গ্রহণ করতে চায় না। তবে একথা সত্য যে বাংলাদেশেও একদিন ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে এবং এই দেশে ইসলামিক শরীয়ত ভিত্তিতে পরিচালিত হবে।
#islamic #islambangladesh
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: