সরুচাকলি পিঠা চালডাল বাটাবাটি ঝামেলা ছাড়া। বাচ্চাদের টিফিন বক্সে বা ডিনারে দারুন মজাদার রেসিপি
Автор: পল্লির জননী কুক সেন্টার
Загружено: 2025-12-15
Просмотров: 200
সরুচাকলি পিঠা চালডাল বাটাবাটি ঝামেলা ছাড়া। বাচ্চাদের টিফিন বক্সে বা ডিনারে দারুন মজাদার রেসিপি
"স্বাগতম জানাই আমার আজকের রেসিপি ভিডিওতে! 😊
আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সরু চাকলি পিঠা তৈরির এমন একটি সহজ রেসিপি, যা তৈরি করতে কোনো রকম চাল-ডাল বাটা বাটি বা আগে থেকে ভিজিয়ে রাখার ঝামেলা নেই! মাত্র চার চামচ আটা দিয়েই তৈরি হয়ে যাবে নরম তুলতুলে এই পিঠা।
আপনারা অনেকেই চেয়েছিলেন, বাচ্চাদের টিফিন বক্সের জন্য বা সকালের জলখাবার, এমনকি রাতের ডিনারের জন্যও চটজলদি কী বানানো যায়। এই পিঠাটি সেই সব সমস্যার সমাধান। এটি যেমন স্বাস্থ্যকর, তেমনই সুস্বাদু। বাচ্চাদের টিফিন বক্সে ভরে দিন, খুব মজা করে খাবে!
👩🍳 উপকরণ (Ingredients):
আটা: ৪ চামচ
স্বাদমতো লবণ
চিনি: ১ চামচ
জল: ডবলের বেশি (পাতলা ব্যাটার তৈরি করতে যতটুকু প্রয়োজন)
তেল: পিঠা তৈরি করার জন্য সামান্য
🔑 রেসিপির মূল বিশেষত্ব:
মাত্র ৪ চামচ আটা দিয়ে তৈরি।
কোনো বাটা বাটির ঝামেলা নেই।
৫ মিনিটে ব্যাটার তৈরি।
খুব কম তেলে তৈরি হয়, তাই স্বাস্থ্যকর।
বাচ্চাদের টিফিন বক্সের জন্য একদম পারফেক্ট।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না! আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং এমন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন।
ধন্যবাদ! 🙏
#সরুচাকলিপিঠা #টিফিনরেসিপি #আটারপিঠা #সহজরেসিপি #বাচ্চাদেরটিফিন #নাস্তাররেসিপি #soruchaklipitha #easybreakfast #attaRecipe
pallir januni cook centre"
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: