অবহেলিত ক্লিনার মেয়েটি ছিল কম্পিউটারের মাস্টার, যেভাবে কোম্পানিকে হ্যাকিং থেকে বাচালো তা দেখুন...
Автор: মন ছুয়ে যায়
Загружено: 2025-10-12
Просмотров: 31314
রিয়া, এক মেধাবী কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট, চাকরি না পেয়ে বাধ্য হয়ে ঢাকার টেকভিশন কর্পোরেশনে ক্লিনারের কাজ নেয়। সবাই তাকে অবহেলা করলেও, সে রাতে গোপনে কোম্পানির সাইবার সিকিউরিটি সিস্টেম পর্যবেক্ষণ করত। এক রাতে রিয়া বুঝতে পারে, কেউ কোম্পানির সার্ভারে হ্যাকিংয়ের চেষ্টা করছে। কর্তৃপক্ষ বিশ্বাস না করলেও, সে একাই হ্যাকারদের আক্রমণ প্রতিহত করে কোম্পানিকে বাঁচায়। পরে জানা যায়, হ্যাকার ছিল কোম্পানির নিজস্ব আইটি ম্যানেজার করিম। রিয়ার বুদ্ধি ও সাহসের কারণে করিম ধরা পড়ে এবং রিয়া পদোন্নতি পেয়ে সাইবার সিকিউরিটি হেড হয়। সে প্রমাণ করে— যোগ্যতা, দৃঢ়তা আর পরিশ্রমই মানুষের আসল পরিচয়। এই গল্প শেখায়, কোনো কাজ ছোট নয়, হাল ছেড়ো না, এবং নিজের দক্ষতার ওপর বিশ্বাস রাখো— কারণ রাত যতই গভীর হোক, ভোর একদিন আসবেই।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: