নর্মদাপরিক্রমায় পৌঁছে গেলাম যোগীটিকরিয়া @drdhidipansardar
Автор: Niranjan Yatra Narmada
Загружено: 2025-12-26
Просмотров: 258
আজ ২৯শে এপ্রিল। খুব ভোরে উঠে লঘুশঙ্কা নর্মদা স্নান ও পূজা সেরে শিবমন্দির থেকে বেরিয়ে পড়লাম। নাগা সাধুবাবার দর্শন হোলো না। নর্মদা তীরের পথ ছেড়ে নুড়ি পাথরের পাকদন্ডী পথে উত্তর পূর্ব দিকে মালভূমি পাড়ি দিলাম। দেড়ঘন্টা পর শাহপুর গামী পাকা সড়ক পেলাম। অনেকটা দূরে। দুপুরের কাছাকাছি শাহপুর পৌঁছে গেলাম। এটি একটি বিরাট গঞ্জ। মন্দির দোকানপাট বসতবাড়ি পাইকারি বাজার সবই আছে। খানিকটা পশ্চিম দিকে পিছিয়ে এসে একটি নদী আছে এখানে। নদীতে প্রচুর লোকজন, স্নান করছেন। এই নদীর তীরে একটি আশ্রমে পরিক্রমা কারীদের সেবার ব্যবস্থা আছে। আশ্রমের দেখভাল করেন এক মা। সবাই তাকে শাহপুরী মা নামে ডাকে। এখানে অন্নজল গ্রহণ ও দুপুরের বিশ্রাম। বিকালে হালকা ঝোড়ো হাওয়া সঙ্গী করে এগিয়ে চললাম যোগী টিকরিয়ার দিকে। এখানে পাহাড় কেটে সড়ক নির্মাণের কাজ চলছে। এই যাত্রা পথ সন্ধ্যার অস্তরাগে রঙিন। সূর্য ডোবার সাথে নর্মদা তীরে পৌঁছে গেলাম। তীরে এক বিধবা মা তাঁর স্বামীর স্মৃতিতে আশ্রম তৈরী করেছেন। নাম ত্যাগী আশ্রম। অন্য দুইজন বাহনে পরিক্রমা কারীর সাথে এই মায়ের কুটিরে রাত্রিবাস করেছিলাম। যোগী টিকরিয়ার দক্ষিণ তীরে ডিন্ডোরী। তবে দক্ষিণ তীরের পরিক্রমা কারীরা এখান থেকে আরো পূর্ব দিকে মূল ডিন্ডোরী ঘাটে আশ্রয় নেয়। যোগী টিকরিয়ার থেকে মুন্ডমহারণ্যের দুর্গম পাকদন্ডী ধরে অমরকন্টক মাত্র পাঁচ ছয় দিনের পথ। তবে অধিকাংশ মানুষ নিরাপদ সড়কপথে যায়। পাকদন্ডী পথে নদী খুব সংকীর্ণ, নর্মদা লঙ্ঘনের ভয় থাকে। যাইহোক সেসব পরে দেখা যাবে। আজ এই সন্ধ্যায় ভরপুর সন্ধ্যাস্নান,পূজা,নৈশ ভোজন ও কালবৈশাখীর বৃষ্টি উপভোগ করব। নর্মদে হর।
#niranjan yatra narmada
#narmadaparikrama #narmada padyatra #narmada maiya # tapobhoomi #tapobhoomi narmada #hindupilgrimage #tirth yatra
#tirth darshan #tirth bhumi #padyatra #jogi tikariya #dindori
#নিরঞ্জন যাত্রা নর্মদা #নর্মদা পরিক্রমা # নর্মদা পদযাত্রা # মা নর্মদা #তপোভূমি # তপোভূমি নর্মদা # পদযাত্রা # তীর্থ পর্যটন # তীর্থ দর্শন # তীর্থ ভ্রমণ #ডিন্ডোরী #যোগী টিকরিয়া
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: