পরিক্রমা পথে যোগীটিকরিয়া থেকে রূষামাল।
Автор: Niranjan Yatra Narmada
Загружено: 2025-12-29
Просмотров: 243
আজ ৩০শে এপ্রিল। যোগী টিকরিয়া থেকে সড়ক পথে কিছুটা পিছিয়ে এসে ডানদিকে ঘুরে ক্রমশঃ মায়ের তীরে পূর্ব মুখে এগিয়ে চললাম। পথ উঁচু মালভূমির উপর দিয়ে।কাকর ও নুড়ি পাথরের মধ্যে কোথাও পাকদন্ডী রেখা দেখা যায় আবার কোথাও চিহ্ন মাত্র নেই। দুবার উপর থেকে খাড়া ঢালান বেয়ে শুকনো নালা পেরুতে হলো। উপর থেকে মায়ের দৃশ্য অপরূপ। তিন কিলোমিটার দূরে মায়ের থেকে খানিকটা দূরে উত্তর দিকে একটি বড়সড় টেকরি নজরে এলো। এক স্থানীয় সজ্জন জানালেন ওখানে লম্বেনারায়ণ বাবার আশ্রম, খুব পবিত্র স্থান, অবশ্যই দর্শন করবেন।
সুন্দর তপোবনের মতো জায়গাটি, বিশাল বটগাছের ছায়াঘেরা, গভীর গুহার ভিতরে সাধুবাবার সাধনস্থল। বহু বছর আগে লম্বেনারায়ণ বাবা ও তাঁর শিষ্য দুজনেরই দেহান্ত হয়েছে। দুজনের সমাধি বেদী পাশাপাশি আছে।
পবিত্র স্থান দর্শনের পর এগিয়ে চললাম। ২কিমি দূরে ডিন্ডোরী ঘাটে কত পূণ্য স্নানের ধুম। অপূর্ব সে দৃশ্য। দক্ষিণ তীরে রামমন্দির আশ্রম এপার থেকে নজরে পড়ল। ওখানে এক রাত কাটিয়ে ছিলাম পাঁচ মাস আগে। এরপর উত্তর তীরের সমৃদ্ধ জনপদের মধ্য দিয়ে অনেকটা পথ পাকা সড়ক পথে এগিয়ে চললাম। দুপুরে দেওরি মাল গ্রামের এক গৃহস্থের ঘরে মধ্যাহ্ন ভোজন ও বিশ্রাম। প্রসাদ পেলাম সুস্বাদু ভাত ডাল সবজি ও পকোড়া। ঘরের তিনটি শিশু আমার সাথে সারাক্ষণ কাটালো। বিকালে এক পাথুরে মালভূমি পার হতে কালবৈশাখীর ঝড় বৃষ্টির তাড়া খেলাম। উড়ন্ত বালি কাঁকরের আঘাত সহ্য করে আধভেজা হয়ে পৌঁছে গেলাম রূষাঘাট হনুমান মন্দির আশ্রমে। এখানে অন্য এক পরিক্রমা কারীর সাথে রাত্রিবাস। সন্ধ্যা ও সকাল দুবার নর্মদা স্নানের সৌভাগ্য হলো। আশ্রমের সাধুবাবা সদালাপী। তিনি সন্ধ্যায় চা ও সিঙাড়া খাওয়ালেন, রাতে রুটি সবজি ও গুড়। কিন্তু অসময়ের পালং শাকের তরকারি ছিল খুব বিস্বাদ ও তেতো, তবু সাধুবাবার যত্নের মর্যাদা রক্ষায় তা আমি অম্লান বদনে গিলে নিয়েছিলাম। পরিচ্ছন্ন ও সুন্দর আশ্রমটিতে একটি পাকা শৌচাগার ছিল। সারাদিনে ভরপুর আনন্দের সঙ্গে ২২ কিলোমিটার পথ পাড়ি।
নর্মদে হর।
#niranjan yatra narmada
#narmadaparikrama #narmada padyatra #narmada maiya # tapobhoomi #tapobhoomi narmada #hindupilgrimage #tirth yatra
#tirth darshan #tirth bhumi #padyatra
#নিরঞ্জন যাত্রা নর্মদা #নর্মদা পরিক্রমা # নর্মদা পদযাত্রা # মা নর্মদা #তপোভূমি # তপোভূমি নর্মদা # পদযাত্রা # তীর্থ পর্যটন # তীর্থ দর্শন # তীর্থ ভ্রমণ
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: