#বসন্তের_স্পর্শ
Автор: Golpokotha-গল্পকথা
Загружено: 2026-01-16
Просмотров: 384
#বসন্তের_স্পর্শ
#পর্ব_৩১
#মায়িশা_নুরাইন
রুদ্রদের ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে। সে এখন পুরোদমে পড়াশোনায় ব্যস্ত। পরীক্ষা বলে আপাতত অফিসে যাওয়া বন্ধ রেখেছে। একমাত্র লিলির জন্যই এই সুযোগটা তারা পেয়েছে। এর মাঝে সাজিদের সাথে রুদ্রর তেমন কথা হয় নি।
বন্ধু যদি নিজের বিষয় তাকে না জানাতে আসে, তবে জোর করে সেটা জানতে চাওয়া ঠিক নয়। মাঝে মাঝে ছেড়ে দিতে হয়। কিছু সিদ্ধান্ত নিজে থেকে নিতে হয়। কারণ এই সিদ্ধান্তের উপর তার সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ভর করছে। কারও কথায় প্রভাবিত হয়ে ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়া উচিত নাহ।
রুদ্র রাত জেগে পড়বে। তারপর একটু ঘুমিয়ে সকালে এক্সাম দিবে। তারপর এক্সাম শেষে সোজা বাসায় এসে পূর্ণ ঘুম। পরীক্ষার সময়গুলো তার এভাবেই চলে। ইমা এসবে অভ্যস্ত হয়ে গেছে। রুদ্রর সাথে বসে রাতে সে নিজেও পড়াশোনা করে। কখনো কখনো ওভাবেই বসে থেকে ঘুমিয়ে পরবে। তবে সকালে উঠলে ঠিকই নিজেকে ভালোভাবে শোয়া অবস্হায় পায়। বুঝে এটা রুদ্ররই
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: