#রঙা
Автор: Golpokotha-গল্পকথা
Загружено: 2026-01-17
Просмотров: 2641
#রঙা
#পর্ব_৮০ (১ম অংশ)
#সমৃদ্ধি_রিধী
সাফওয়ান সিদ্দিকের ফ্ল্যাটের ড্রয়িংরুমের আবহাওয়া জমজমাট। কিয়ান কার্পেটের উপর বসে সোফার কাঠের সাথে হেলান দিয়ে বসে আছে। ওর বসেই সামনে আনহা,অহনা পুতুলদের সাজাচ্ছে। উদ্দেশ্য পুতুলদের বিয়ে দেওয়া। আহিয়ান সোফায় বসে রুবিকস কিউব মেলাচ্ছে। কিয়ান ছাড়া বাকি একজনও টিভি দেখছে না। আহনা অহনার মধ্যে তো একটু পর পর হাতাহাতি হয়ে যাচ্ছে। ফারিন বাসায় ফুচকা বানায়। একটা বড় প্লেটে সবার জন্য সাজিয়ে নিয়ে আসে। কার্পেটের উপর রেখে প্লেটটা রেখে বলে,
“আহিয়ান নিচে নামো। কিয়ানের পাশে এসে বসো।”
তারপর কিয়ানকে বলে,
“বাবা দেখো তো খেয়ে মজা হয়েছে কিনা?”
কিয়ান প্লেটের সব ফুচকা দেখে চোখ বড় বড় করে বলে,
“সব আমার? আমি এতগুলো খেতে পারবো না।”
“না না এখানে ভাইয়া, আপুদেরও আছে।”
কিয়ান একটা ফুচকা খেয়ে মাথা দুলিয়ে বলে, “খুব মজা হয়েছে।”
আহিয়ানও একটা খায়। ফারিন বলে৷ “মজা?”
“খুব।”
“খাও।”
আনহা অহনার দিকে তাকিয়ে বলে, “এইযে ম্যাডামরা আপনারাও খেয়ে নিন।”
ফারিন কিচেনে চলে গেল। কিয়ান ভদ্র বাচ্চার মতো খেতে থাকে। আনহা খেতে খেতে বলে,
“ভাইয়ু..আমরা যে পুতুলের বিয়ে দিলাম। কেমন হয়েছে?”
কিয়ান মাথা দুলিয়ে বলে, “ভালো হয়েছে।”
আনহা-অহনা একে অপরের মুখ চাওয়াচাওয়ি
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: