#রঙা
Автор: Golpokotha-গল্পকথা
Загружено: 2026-01-11
Просмотров: 3072
#রঙা
#পর্ব_৭৯
#সমৃদ্ধি_রিধী
মাঝে অনেকগুলো দিন, সপ্তাহ, মাস কেটে দিয়েছে। আজ অক্টোবরের চার তারিখ। আদৃত, আহসান গত পনেরো দিন ব্যবসায়িক কাজে সিঙ্গাপুরে ছিল। ফিরেছে গতকাল রাতে। ইশা ব্যস্ত হাতে কিয়ানের টিফিনবক্সের ঢাকনা আটকে কিয়ানের রুমে চলে গেল। কিয়ানের ব্যাগ গুছিয়ে দিয়ে টিফিনবাক্স ঢুকিয়ে দেয়। কিয়ান স্কুলের ড্রেস পড়ে খাটে বসে ঝিমোচ্ছে। চোখে হাত ডলতে ডলতে বলে,
“বাবা কখন এসেছে?”
“রাতে।”
“আমি ঘুমিয়ে পড়ার পর?”
“হুম।”
“বাবা স্কুলে দিয়ে আসবে না?”
“না। বাবা ঘুমাচ্ছে।”
“কে দিয়ে আসবে?”
“মেজোম্মুর সাথে যাবে।”
“তাহলে বাবাকে ছুটির সময় নিয়ে আসতে বলো?”
“ঠিক আছে বলবো।”
কিয়ান এপ্রিলে সাতে পড়েছে। ওর মাঝে অনেকগুলো চেঞ্জও এসেছে। এখন ঘুমাতে আগের মতো ভয় পায় না। একা একা ঘুমায়, শুধু লাইট জ্বালিয়ে রাখতে হয় এই যা। বা মাঝেমাঝে মাঝরাতে আদৃত ইশার রুমে চলে আসে। আনহা ওকে ফেল্টুশ বলায় ওর খুব প্রেস্টিজে লেগেছিলো। তাই ইদানিং পড়াশোনাও করে। প্রথম সাময়িক পরীক্ষায় উনিশতমও হয়েছে। ইশাকে বাবার মতো তেজ দেখিয়েছে বলেছে
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: