বিদেশ থেকে সম্পতি ক্রয় বিক্রয় করতে চান ? আইনি পরামর্শ Buying/Selling property from abroad
Автор: Ain e-Poramorsho
Загружено: 2025-02-23
Просмотров: 2319
আসসালামুআলাইকুম! In today's video, Barrister Tasmiah Anzum discusses, how you can buy or sell immovable property from abroad. আজকের আইনি পরামর্শে, আমরা কথা বলবো প্রবাস থেকে স্থাবর সম্পতি ক্রয় এবং বিক্রয়ের বিস্তারিত পদ্ধতিটি। এই ভিডিওতে, আপনি জানতে পারবেন: প্রবাস থেকে সহজেই স্থাবর সম্পতি ক্রয় এবং বিক্রয় করতে হলে প্রথমে কি করা উচিত ? কি পদ্ধতি অনুসরন করবেন ? কিভাবে আইন অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে, আম-মোক্তার নিয়োগ করে প্রবাসে থেকেই যে কেউ দেশের সম্পত্তি সংক্রান্ত সমস্যা যেমন ক্রয় এবং বিক্রয়, ব্যাংক স্থাবর সম্পত্তি বন্ধকের বিপরীতে ঋণ নেওয়া, জায়গা-জমি দখল, দেখভাল ও তত্ত্বাবধান করা এ সকল কাজ সম্পাদন করতে পারবেন।
পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১২, ( Power of Attorney Act- 2012) ধারা-৭ অনুযায়ি পাওয়ার অব অ্যাটর্নির শর্ত অনুসারে পাওয়ার গ্রহিতা কর্তৃক সব ধরনের হস্তান্তর এমনভাবে কার্যকর হবে যেন হস্তান্তরটি পাওয়ার দাতা কর্তৃক সম্পন্ন হয়েছে।
এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন পাওয়ার অব অ্যাটর্নি বা আম-মোক্তার কত ধরনের হয়ে থাকে, আপনার জন্য প্রযোজ্য আম-মোক্তার কোনটি ? বিদেশ থেকে আম-মোক্তার নিয়োগের পদক্ষেপ গুলি সম্পর্কে জানবেন। (How to Appointment your own Attorney for selling property from abroad). আপনি জানবেন আমমোক্তার নামা দলিল তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় উল্লেখিত বিষয় (Power of Attorney Deed), বিশেষ পরিস্থিতে কিভাবে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি কি বাতিল করা যায় (Cancelation of irrevocable Power) ফরেন পাওয়ার অব অ্যাটর্নি কি রেজিস্ট্রেশন করতে হয়? ( Foreign power Registration ) অপ্রত্যাহারযোগ্য আমমোক্তার নামা দলিলমূলে কি জমির নামজারি বা খারিজ করা যায় ? (Land Mutation/ Khatian can be done through Irrevocable Power of Attorney ), আম-মোক্তার দলিলে স্পষ্ট করে লেখা থাকতে হবে, কী কী ক্ষমতা দেওয়া হলো; যাকে ক্ষমতা দেওয়া হলো, তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। আম-মোক্তার নিয়োগ ক্ষেত্রে নিকটতম ও বিশ্বস্ত ব্যক্তিকে আম-মোক্তার হিসেবে নিয়োগ? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানুন , প্রতারনার ক্ষেএে কি ধারাতে মামলা করবেন, কোথায় মামলা করবেন।
Power of Attorney Act- 2012
পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১২
প্রবাস থেকে স্থাবর সম্পতি ক্রয় এবং বিক্রয়ের
অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি বাতিল
ফরেন পাওয়ার অব অ্যাটর্নি রেজিস্ট্রেশন
Land Mutation through Irrevocable Power of Attorney
আইনি_পরামর্শ
#legaladvice
#bengali #bangla
#Barriater Tasmiah anzum
FB-
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: