Bangla Bazar | শিক্ষা নয় অশিক্ষা আর অজ্ঞানতাই বিজেপির অস্ত্র।
Автор: বাংলা বাজার BANGLA BAZAR
Загружено: 2024-10-30
Просмотров: 10560
শিক্ষা নয় অশিক্ষা আর অজ্ঞানতাই বিজেপির অস্ত্র।
১৯৭৫ ২৫ জুন ভারত বর্ষে জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী। এবং সেই জরুরি অবস্থা চলাকালীনই ১৯৭৬ এ সংবিধানের ৪২ তম সংবিধান সংশোধনী বিল আনা হয়। সংবিধানের ঘোষণা পত্র থেকে সংবিধানের বহু অংশ পরিবর্তন করা হয়। অনেকগুলো পরিবর্তনের মধ্যে একটা ছিল সংবিধানের যৌথ তালিকা থেকে
Education
Forests
Weights & Measures
Protection of Wild Animals and Birds
Administration of Justice
এগুলো সরিয়ে কেন্দ্র তালিকায় নিয়ে যাওয়া হয়। আর একটু খোলসা করি, সংবিধানে তিনটে তালিকা আছে, কেন্দ্র তালিকা, সে তালিকায় নথিভুক্ত সমস্ত বিষয় কেন্দ্র সরকারের একতিয়ারভুক্ত, যেমন অর্থ, যেমন প্রতিরক্ষা। এগুলো নিয়ে আইন কানুন যা বানাবেন, সেটা কেন্দ্র সরকারই বানাবেন। এরপর রাজ্য তালিকা, যেমন রাজ্যের আইন ব্যবস্থা, এখানকার সিনেমাহল বা পার্ক, মৎস দপ্তর, আবগারি দপ্তর ইত্যাদি। তৃতীয়টা হল যৌথ তালিকা, মানে কেন্দ্র ও রাজ্য এর যৌথ দায়িত্ব, তারা যৌথভাবে এই দপ্তর চালাবে। যেমন শিক্ষা, যেমন বন দপ্তর।
সংবিধান তৈরির সময়ে ভারতবর্ষের বিবিধতা, বৈচিত্র, ভাষা, বর্ণ ইত্যাদি মাথায় রেখেই এক যুক্তরাষ্ট্রিয় কাঠামো গড়ে তোলার দিকে নজর দেওয়া হয়েছিল। সেই কারণেই এই তিনটে আলাদা আলাদা তালিকা তৈরি করার কথা ভেবেছিলেন, সংবিধান প্রণেতারা। পন্ডিত সেই সব মানুষেরা যারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, যাঁরা দেশের ভবিষ্যত গঠনের জন্য এক স্বয়ংসম্পূর্ণ সংবিধান রচনার কাজ করছিলেন সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন, তিনি তখন হিন্দু মহাসভার সভাপতি, কিন্তু সংবিধান সভায় নির্বাচিত হয়েছিলে কংগ্রেসের হয়েই, আর এস এস সংবিধান সভায় যোগ দেয় নি। সেই সংবধান সভাতেই অনেক বিতর্কের পরে ঠিক হয় এক যৌথ তালিকা রাখা হবে, তার অন্তর্ভুক্ত বিষয়গুলি রাজ্য ও কেন্দ্র যৌথভাবে চালনা করবে।
সেই যৌথ তালিকা থেকে শিক্ষা বন দপ্তর ইত্যাদি সরিয়ে নিয়ে যাওয়া হলো কেন্দ্র তালিকায়। কে সরালেন? ইন্দিরা গান্ধী। কখন? জরুরি অবস্থা চলা কালীন। তা আবার ফেরত এলো যৌথ তালিকায়। প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এবং ক্যাবিনেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ পররাষ্ট্র দপ্তর আর তথ্য সম্প্রচার মন্ত্রকের দায়িত্বে অটলবিহারী বাজপেয়ী এবং লাল কৃষ্ণ আদবানি। সেদিন অটলজি সংসদে ভাষণ দিয়েছিলেন, ইন্দিরা গান্ধীর ক্ষমতা কুক্ষিগত করার বিরুদ্ধে, অনবদ্য সেই ভাষণে ভারতের যুক্তরাষ্ট্রিয় কাঠামো বজায় রাখতেই যৌথ তালিকার গুরুত্বের কথা, ক্ষমতা বিকেন্দ্রীকরণের কথা বলেছিলেন।
আজ এতদিন পরে ক্রমশঃ ক্ষমতা কুক্ষিগত করে তোলার প্রচেষ্টায় আর এক নয়া পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। সংসদের অধিবেশন নেই, রাজ্যের সংগে আলোচনা নেই, ক্যাবিনেটে পাস করানো হল জাতীয় শিক্ষা নীতি। ১৯৮৬ র পরা আবার নতুন করে খোল নলচে বদলে শিক্ষাকে পুরোপুরি কেন্দ্রের অধীনে নিয়ে যাবার কাজে এক পা বাড়ালো মোদী সরকার। এবং স্বাভাবিক কারণেই বিভিন্ন মহলে তার সমালোচনা শুরু হয়েছে এবং অন্যধারে ভক্তকূলের জয়ধ্বনী এই তো এবার শিক্ষার হদ্দমুদ্দ করেই ছাড়বো। দেশের প্রধানমন্ত্রী নিজের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এখনও খোলসা করেন নি, দেশের প্রাক্তন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি তাঁর শিক্ষাগত যোগ্যতার মিথ্যে বয়ান দিয়েছিলেন, দেশের বর্তমান মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোকরিয়াল নিশঙ্ক, নিশঙ্কচিত্তে নামে আগে ডক্টরেট বসাচ্ছিলেন ততদিন যতদিন না আদালত ঐ ডিগ্রি কে জাল বলে ঘোষণা করে। সেই বিজেপি সরকার জাতীয় শিক্ষা নীতি ঘোষণা করে দিল, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই যৌথ তালিকাভুক্ত এই বিষয়টিকে কেন্দ্রের অধীনে নিয়ে যাবার বাসনা তাঁদের অনেক দিনের। কারণ শিক্ষা বিষয়ে তাঁদের কিছু মৌলিক চিন্তাভাবনা আছে। সেগুলো একবার দেখে নেওয়া যাক...
Bengali, politics, Travel, food and dining, cinema, drama, Kolkata, books, agriculture. India. CPIM, communist party, TMC, BJP, Indian National Congress, Narendra Modi, Rahul Gandhi. Mamata Bannerjee. want to express my self. I am a Bengali. anything related to Bengal, Bengali cuisine, Bengal Travel destination, bengali film, book, song and literature.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: