বিজেপি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশের বিচারব্যবস্থাকে ব্যবহার করছে ।
Автор: বাংলা বাজার BANGLA BAZAR
Загружено: 2024-12-10
Просмотров: 52146
আমরা ভেবেছিলাম প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট আছে। কিন্তু কাশির জ্ঞানবাপি মসজিদ হোক, মথুরার জামা মসজিদ হোক, সম্ভলের মসজিদ বা তাজমহল বা আজমের শরিফের দরগা, বিতর্ক উঠছে, আদালতে যাওয়া হল, কারণ আমাদের তখনও ভরসা যে প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট আছে, কিন্তু কোর্ট খতিয়ে দেখার, মানে সেখানে মন্দির আছে কিনা তা দেখার আদেশ দিয়ে দিলেন, মামলা গেছে সুপ্রিম কোর্টে আজ ৪ বছর তা পড়ে আছে, আর কদিন আগেই বিচারপতি চন্দ্রচূড় এক অবজার্ভেশনে বলেছেন, না মসজিদ ভাঙা যাবে না, উপাশনালয় যাদের ছিল তাদেরই থাকবে কিন্তু তদন্ত করতে তো আপত্তি থাকার কথা নয়, কাজেই খতিয়ে দেখা হোক না। মানে আইনের একটা ফাঁক তিনি নিজেই খুঁজে বের করে দিলেন যেখানে সরাসরি বলা হল খতিয়ে দেখা যেতেই পারে যে সেই উপাসনালয় আসলে কাদের ছিল এবারে দেশ শুদ্ধু মসজিদের ভিত নাড়িয়ে তলার মাটি বের করে দেখা হবে তা মন্দির ছিল কি না। আইন নিয়ে এই ছেলেখেলা কেন? কারণ খুব সোজা ছিলেন দু জন সাংসদ, এক রামমন্দিরের লড়াই আজ তাদের ক্ষমতায় বসিয়েছে, এবার দেশ জুড়ে মন্দির মসজিদ প্রলয় নাচন নেচে আসলে তারা রাজনীতিই করতে চায়, কিন্তু সেই চেষ্টা আমাদের শেষ ভরসা বিচারব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, মানুষজন যাঁদের সামান্য শুভবুদ্ধি আছে, রুখে দাঁরান। সরকার, আইনসভা বিজেপির হাতে, চতুর্থ স্তম্ভ দেউলিয়া, বিচার ব্যবস্থাও যদি ভেঙে পড়ে তাহলে আর বাঁচানোর কিছু থাকবে না।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: