মোদিজী দেশের সংখ্যালঘু মানুষজনকে দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রাখতে চান।
Автор: বাংলা বাজার BANGLA BAZAR
Загружено: 2024-12-12
Просмотров: 35013
বিজেপি দেখেছে ৩০০ টা আসন তো কেবল হিন্দু ভোটেই জেতা যায়। তারা সেই কার্ড টা খেলা শুরু করেছে, কংগ্রেস আর অন্য বিরোধীরা যখন ব্রাহ্মণ, আদিবাসি মুসলমান কার্ড ফেলছে, তখন বিজেপি হিন্দু কার্ড ফেলেছে। আদিবাসি নিম্ন বর্ণের মানুষদের বুঝিয়েছে যে তারাও হিন্দু। চিৎকার করে বলেছে গর্বের সঙ্গে বলো আমি হিন্দু। তুমি সংখ্যালঘু কার্ড খেলছিলে আমি সংখ্যাগুরু কার্ড খেলবো, এবার দ্যাখ কেমন লাগে। বিজেপির এই মুহুর্তে লোকসভায় সাংসদের সংখ্যা ২৪০। এর মধ্যে একজন ও মুসলমান নেই। দ্যাখ কেমন লাগে? আপনার প্রথমেই বলা উচিত ছিল তিন তালাক এক অমানবিক প্রথা, বহু ইসলামিক দেশই তা মানে না। মুসলমান শিক্ষিত মানুষজন কে সঙ্গে নিয়ে এই প্রথার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল, তা না করে আপনি শাহবানো মামলা নিয়ে ভোট ভোট খেললেন, বিজেপি সেটাকে ইস্যু করলো। কেন? মুসলমান মানুষ জনের উন্নতির জন্য? বয়েই গেছে, তাদের। লক্ষ্য হিন্দু মুসলিম পোলারাইজেশন, তারা বোতাম টা খুঁজে পেয়ে গেছে। তারা তিন তালাক তুলে আসলে হিন্দুদের বোঝালো যে দ্যাখো আমরা ওদের তিনটে বিয়ের অধিকার কেড়ে নিলাম। সে ধর্মে তালাক ছাড়া যে বাকি নিয়ম, যা সত্যিই মহিলাদের সুরক্ষার জন্যই আছে, তা নিয়ে কোনও কথা বিজেপি বলবে না কারণ তাদের দরকার কেবলমাত্র মেরুকরণ। না মুসলমান মানুষ জনের উন্নয়ন, না হিন্দু জনসংখ্যার উন্নতি। তারা বোতাম টিপছে, ভোট জমা হচ্ছে, ব্যস।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: