ইন্ডিয়া জোটে হয় পরিবর্তন আসবে, নাহলে জোট ভেঙে যাবে।
Автор: বাংলা বাজার BANGLA BAZAR
Загружено: 2024-12-11
Просмотров: 40802
পাগলেরা মাঝে মধ্যেই ভাবে সমীকরণ এমনি এমনিই হয়ে যাবে, হয় না, হয় না। রাজনৈতিক সমীকরণ গড়ে তুলতে গেলে প্রথমেই দরকার রাজনৈতিক সদিচ্ছা, তা যদি না থাকে তাহলে কোনও সমীকরণ গড়ে তোলা যায় না, গড়ে উঠলেও কাজে দেয় না। সময় বেশি নেই, উল্টোদিকে প্রতিপক্ষ মোদি – শাহ, চমকে দেবার মত ক্ষিপ্র গতিতে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাঁদের জবাবদিহি দেবার কেউ নেই, আর এস এস ও এখন ঐ মোদিজীর দিকেই তাকিয়ে। সেই তাদের বিরুদ্ধে দাঁড়াতে গেলে দরকার সিদ্ধান্ত নেবার দক্ষতা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। জোট ইত্যাদির পেছনে ২০০ পাতার আদর্শের কথা লেখাই যায়, দারুণ লোগো আর ট্যাগ লাইন তৈরি করাই যায়, কিন্তু সংসদীয় গণতন্ত্রে রাজনৈতিক জোটের আসল বিষয় তো গরিষ্ঠাংশ আসন জেতা, সেটা নিয়ে কথা শুরুই হল না। আর সমস্যা টা আছে কোথায়? কিন্তু সব্বাইকে অবাক করে দিয়েই মানুষ বিজেপি কে একক সংখ্যাগরিষ্ঠতার বহু বহু আগেই আটকে দিল, হ্যাঁ ইন্ডিয়া জোট হলে কী হতে পারতো সেটা ভেবে দেখুন, এত হাজার অনৈক্য নিয়ে ইন্ডিয়া জোট জিতলো না কিন্তু বিজেপি আটকে গ্যালো। আর তারপর থেকেই শুরু হল বিজেপির আরও মরীয়া প্রচেষ্টা আর বিরোধীদের আরও দায়িত্বজ্ঞানহীন কাজকর্ম।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: